সর্বশেষ
ধনবাড়ীতে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ২
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-জামালপুর রোডে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন. উপজেলার ঘিলপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে অটোরিক্সা চালক বাবুল হোসেন (৪৫) ও উপজেলার ভলিবদ্র গ্রামের আজিজুলের স্ত্রী স্বপ্না (৩১)।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে জামালপুরগামী একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী নিহত হন। আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম.কন্ঠ/ ০১ মে /এম.টি