ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন যুবকের মৃত্যু

তারেক আহমেদ :
প্রকাশ: ১২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন জয় চন্দ্র রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিহাতীর রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় চন্দ্র রায় উপজেলার এলেঙ্গা কলেজ পাড়া এলাকার উজ্জল চন্দ্র রায়ের ছেলে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, নিহত জয় চন্দ্র রায় দীর্ঘ দিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, তার চিকিৎসা চলছিল।

জয় সকালে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। এসময় রেল লাইনে হাঁটার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন জয়। দুর্ঘটনায় তার মাথা ও হাত-পা কাটা পড়ে দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন,খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। নিহত জয় মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানতে পেয়েছেন।

 

এম.কন্ঠ/ ১৬ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন যুবকের মৃত্যু

প্রকাশ: ১২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন জয় চন্দ্র রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিহাতীর রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় চন্দ্র রায় উপজেলার এলেঙ্গা কলেজ পাড়া এলাকার উজ্জল চন্দ্র রায়ের ছেলে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, নিহত জয় চন্দ্র রায় দীর্ঘ দিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, তার চিকিৎসা চলছিল।

জয় সকালে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। এসময় রেল লাইনে হাঁটার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন জয়। দুর্ঘটনায় তার মাথা ও হাত-পা কাটা পড়ে দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন,খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। নিহত জয় মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানতে পেয়েছেন।

 

এম.কন্ঠ/ ১৬ এপ্রিল/এম.টি