কালিহাতী জমকালো আয়োজনে প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
আলোচনাসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কালিহাতী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ অভিষেক।
শনিবার সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা রিসোর্টে জমকালো এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে কালিহাতী প্রেসক্লাব।
অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির সদস্যদের পরিচিতি করিয়ে দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
কালিহাতী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রঞ্জণ কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, এফবিসিসি আইয়ের পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুল হাসান মিয়া । প্রেসক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী, মো. শাহাআলম, সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু , উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও দশকিয়া ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়া, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, সাবেক চেয়ারম্যান হাসমত আলী, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, গণ বিপ্লব পত্রিকার সম্পাদক মোশারফ হোসেন ঝিন্টু সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুবায়েদ মল্লিক বুলবুল, সদস্য আশিকুর রহমান পলাশ, কাজল আর্য, আব্দুল্লাহ নোমান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এসএম শহীদ, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনসার আলী, প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ প্রেসক্লাবের সকল গণমাধ্যমকর্মী ও নানা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/১০ মার্চ/এম.টি