কালিহাতীতে ছাত্রদল ও সাম্যের পথে বৈশাখী আড্ডা
টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রদল ও সাম্যের পথে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী আড্ডায় সমবেত হয়েছিল। উপজেলা ছাত্রদল ও সাম্যের পথে এ বৈশাখী আড্ডায় যোগ দিয়েছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
সোমবার দুপুরে কালিহাতী পৌর বেতডোবা এলাকায় বৈশাখী আড্ডার আয়োজন করে উপজেলা ছাত্রদল ও সাম্যের পথে সংগঠনটি।
উপজেলা ছাত্রদলের এস এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যূগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খান প্রমুখ।
এর আগে কালিহাতীর সাম্যের পথে বৈশাখী আড্ডায় সাম্যের পথে সংগঠনের সহ-সভাপতি এলিজা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালিহার সঞ্চালনায় যোগদিয়েছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। অতিথি ছিলেন ডক্টর ফাতেমা ইয়াসমিন ও সাম্যের পথে সংগঠনের সদস্যসহ শুভানুধ্যায়ী অনেকেই।
কালিহাতীর বিভিন্ন প্রান্ত থেকে নানান রকমের খাবার নিয়ে এসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশাখী আড্ডা অনুষ্ঠানে অংশ নেন।
এসময় বিভিন্ন ধরনের মুখরোচক মুড়ি-মুরকি, জিলাপিসহ অনেক খাবারের আয়োজন করা হয়। মেহেদী রঙে হাত রাঙান অনেক নারী সদস্যরা। সংগীতের সুরের মূর্ছনায় পুরো প্রোগ্রাম এক অনন্য রূপ পায়।
এম.কন্ঠ/ ১৫ এপ্রিল /এম.টি