টাঙ্গাইলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান
টাঙ্গাইলে চলমান রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে অভিযোন পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা বাজার মনিটরিং টিমের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করেছেন তারা।
এ সময় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা বাজার মনিটরিং টিমের সদস্য আবুল কালাম মোস্তফা লাবু ও আবু জুবায়ের উজ্জল, পাঁচআনী ছয়আনী বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুরুল আলম, সাধারণ আহসান খান আছুসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পাঁচআনী ছয়আনী বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুরুল আলম বলেন, অন্যান্য বছরের তুলনায় চলমান রমজানের শুধু তেল ছাড়াও অন্য কোন পন্যের তেমন দামের বাড়েনি। এছাড়াও চাহিদা মতো ভোজ্য তেল পাচ্ছেন না ব্যবসায়ীরা। তেল সাথে ওই কোম্পানির অন্য পন্য কিনতে বাধ্য হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীরা বাজারে ভোজ্যতেলের সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে বাজারে গিয়ে বাড়তি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ঘুরে ব্যবসায়ীদের রমজানে বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়।
এম.কন্ঠ/ ০৪ মার্চ /এম.টি