সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত
টাঙ্গাইলে ‘তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে’ এই স্লোগান নিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
রোববার সকালে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। সিনিয়র জেলা নির্বাচন অফিসের উদ্যাগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষণি করে জেলা নির্বাচন অফিসে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এসময় জেলা নির্বাচন অফিসের অনন্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ০২ মার্চ /এম.টি