গ্রামে গ্রামে ওয়াজ-মাহফিলের আয়োজন দেশের হাজার বছরের ধর্মীয় সংস্কৃতি…ফরহাদ ইকবাল
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, গ্রামে গ্রামে ওয়াজ-মাহফিলের আয়োজন বাংলাদেশের হাজার বছরের ধর্মীয় সংস্কৃতি। বলতে গেলে এটা বাংলাদেশে ইসলামের একটি সাংস্কৃতিক নোঙর। কেননা, বাংলাদেশে ইসলাম প্রসার ঘটেছে বিভিন্ন পীর-আউলিয়া, দরবেশ-মাওলানা আর হুজুরদের দরাজ বয়ানের মাধ্যমে।
শুক্রবার রাতে টাঙ্গাইল সদর উপজেলা বাঘিল ইউনিয়নে পিচুরিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ১৬তম বার্ষিকী তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
ফারহাদ ইকবাল বলেন, আমি টাঙ্গাইল সদর ৫ আসনের বিএনপির মনোনীত পার্থী হয়ে পাশ করতে পারি তাহলে গ্রামকে শহরের রুপান্ত্রিত করবো। তার জন্য আমি জনগনের পাশে থাকার চেষ্টা করছি। টাঙ্গাইলে সদরে আমার জন্ম। আমি রাজনীতি করি জনগনের জন্য। ছাত্রজনতার গণঅভুত্থ্যানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ সরকার যাওয়ার পর সবচেয়ে বেশি ওয়াজ-মাহফিল হচ্ছে সারাদেশে।
তিনি বলেন, বাংলাদেশে ওয়াজ-মাহফিলের মাধ্যমে কোথাও দাঙ্গা-হাঙ্গামা লাগানো হয়েছে। মাহফিলের ধর্মীয় বক্তারা মানুষকে ফুসলিয়ে কোনো মন্দির-গির্জা ভেঙেছে, এমন নজির বাংলাদেশে নেই। রাজনৈতিকভাবে প্রলুব্ধ করার বাণীও প্রচার করা হয় না এসব মাহফিল থেকে। তবুও মাহফিলের ওপর বিগত সরকার আমলে বয়ান করতে দেওয়া হয়নি। এরপরও যদি মাহফিল করতে দেয়া হতো সরকারের লোকজন পাহারায় থাকতো। এই হলো আমাদের স্বাধীন বাংলাদেশ। আবার মাহফিল করতে প্রশাসনের অনুমতি নিতে হতো।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন খান, বিএনপি নেতা হাবিব হোসেন প্রমুখ।
এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম.টি