জাতীয়তাবাদী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে…লুৎফর রহমান মতিন
১৬ বছর যেভাবে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম হয়েছে, এখন সেইভাবেই জাতীয়তাবাদী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
শনিবার বিকেলে উপজেলা পটল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা দুর্গাপুর ও দশকিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে আলোচনা সভায় লুৎফর রহমান মতিন এসব কথা বলেন।
লুৎফর রহমান মতিন বলেন, মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। শুরু হয় নির্মম একদলীয় দু:শাসন। দেশে নেমে আসে অশান্তি ও হতাশার কালো ছায়া। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সংগত অধিকারগুলোকে হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ৭৫ এর ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। এই অরাজক পরিস্থিতিতে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির সম্মিলন ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী স্বত্তা লাভ করে।
কালিহাতী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি শামছুজ্জামান বাবর তালুকদারের সভাপতিত্বে ও দশকিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মির্জা জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
সভায় বক্তব্য দেন ঢাকা মহান মুক্তিযুদ্ধা দলের সভাপতি আব্দুল হালিম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোজাম্মেল হক হিরো, বিএনপি নেতা অধ্যাপক ডঃ শাহ্ আলম তালুকদার,
কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, বিএনপি নেতা রাজু তালুকদার প্রমুখ।
এম.কন্ঠ/ ১৬ নভেম্বর /এম.টি