তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ…লুৎফর রহমান মতিন
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ।১৯৭৫ সালের ৭ নভেম্বরে যেভাবে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসাতে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। উপজেলা নারান্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লুৎফর রহমান মতিন এসব কথা বলেন।
লুৎফর রহমান মতিন আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে বিএনপি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক-জনতা সংগ্রামের মধ্য দিয়ে সেদিন পরাজিত করেছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে। সেদিন নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর ছিল গণতন্ত্র মুক্তির দিন।
শনিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা নারান্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলীর সভাপতিত্বে ও উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ,ড্যাব নেতা অধ্যাপক শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী সিকদার, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরো, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর ইসলাম,কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর ইসলাম,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজ তালুকদার,এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব হোসেন মোল্লা,ছাত্রদলের নেতা শরীফ মোল্লা প্রমুখ।
এম.কন্ঠ/ ০৯ নভেম্বর /এম.টি