কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কালিহাতী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, এলেংগা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কালিহাতী বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এই দিবসটি পালন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ড্যাবের অন্যতম নেতা ডাঃ শাহআলম তালুকদার, জিয়া পরিষদ সভাপতি এ.কে.এম আব্দুল আউয়াল, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এস এম খালিদ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, এনামুল হক, আবু বকর, এলেংগা পৌর ছাত্র দলের সাবেক সদস্য সচিব রাকিব মোল্লা, কালিহাতী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সহিদুর রহমান সহিদ, ছাত্র দলের নেতা পিয়াস, তানভীর ও সাজ্জাদ।
এসময় আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক শেখ আমিনুর ইসলাম।
এম.কন্ঠ/ ০৭ নভেম্বর /এম.টি