ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার বাপ-দাদার স্বপ্নপূরণ, ডা. নাজমুল গরীব মানুষের সেবা করতে চান কালিহাতীর ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে নিহত এক ভূঞাপুরের গাবসারায় বাৎসরিক ওরশ শরিফ ঘাটাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কালিহাতীতে অটোরিক্সাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ টাঙ্গাইলে শত কোটি টাকা নিয়ে পালিয়েছে আ’লীগ নেতা বড়মনি, সমিতির নির্বাচন চায় মালিকপক্ষ বাসাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন, ১২শ’ রোগী পেল ঔষধ ও চিকিৎসাসেবা দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর, ভাঙচুর টাঙ্গাইলে বাস মালিক সমিতির অবৈধ দখল, চাঁদাবাজি,পরিবহণ সেক্টরকে দলীয় করণের প্রতিবাদ

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

oplus_0

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুর্গোৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে কালিহাতী থানায় এ সভার আয়োজন করা হয়।

সভায় কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস ছাত্তার, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক দাস পবিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।

এসময় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেন, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা বলেন, পূজা চলাকালে মাদক সেবন, ইভটিজিং এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সচেষ্ট থাকবে কালিহাতী থানা পুলিশ। এতে পুলিশের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবেন।

এসময় তিনি সবাইকে সব ধরনের গুজব থেকে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো, জরুরি পরিষেবার প্রয়োজনীয় মোবাইল নম্বর দৃশ্যমান রাখা, উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোসহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর কালিহাতী উপজেলায় ১৫৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ২৫ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ: ০৯:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুর্গোৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে কালিহাতী থানায় এ সভার আয়োজন করা হয়।

সভায় কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস ছাত্তার, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক দাস পবিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।

এসময় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেন, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা বলেন, পূজা চলাকালে মাদক সেবন, ইভটিজিং এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সচেষ্ট থাকবে কালিহাতী থানা পুলিশ। এতে পুলিশের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবেন।

এসময় তিনি সবাইকে সব ধরনের গুজব থেকে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো, জরুরি পরিষেবার প্রয়োজনীয় মোবাইল নম্বর দৃশ্যমান রাখা, উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোসহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর কালিহাতী উপজেলায় ১৫৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

এম.কন্ঠ/ ২৫ সেপ্টেম্বর /এম.টি