টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা
টাঙ্গাইলে কমিটি পুর্নগঠন, বর্তমান প্রেক্ষাপটসহ নানা বিষয়ে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মেইড রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মাহমুদ হাসান আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ মুজাম্মেল হক, সহ-সভাপতি সৈয়দ শামছুদোহা যুবরাজ, যুগ্ম সম্পাদক ইব্রাহিম মোল্ল্যা, মাহফুজুর রহমান খোকা, ওস্তাগির হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ খান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, শহর জাপার আহবায়ক আহসান খান আছু প্রমুখ।
এ সময় জেলা উপজেলা জাতীয় পার্টি ও এর সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এম.কন্ঠ/ ২১ সেপ্টেম্বর /এম.টি