সর্বশেষ
টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত মোহাম্মদ (সা.) এর জীবনাদর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ইসলামিক ফাউন্সেশনের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত প্রমুখ।
এম.কন্ঠ/ ১৬ সেপ্টেম্বর /এম.টি