বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলার সম্মেলন
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাকশিস) টাঙ্গাইল সদর উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব জেলা শাখার সভাপতি একেএম আব্দুল আওয়াল।
এতে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কলেজ শিক্ষক মফিজুল হক রাজা, হাবিব সরকার, মো. আমিনুল ইসলাম প্রমুখ।
শেষে মো. ওবায়দুর রহমানকে সভাপতি ও মো. মফিজুল হক রাজাকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য সদর উপজেলার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাবিব সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, প্রচার সম্পাদক মাহাতাবুল ইসলাম।
এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর /এম.টি