ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলি বর্ষনের অভিযোগে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত মো. লাল মিয়া (৩০) নামক এক যুবক বাদি হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রোববার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদি লাল মিয়া কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে।

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান খান ওররেফ ফারুককে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর ২২৯ আসামীর মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী ও কুদরত এলাহী খান, যুগ্মসাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দেন, পৌর কাউন্সিলর হাফিজুর রহমান ওরফে স্বপন, সাবেক কাউন্সিলর সাজ্জাদ আহমেদ সবুজ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করা হয়েছে।

মামলায় বাদি লাল মিয়া উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট সকাল ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জেলা সদর সড়কের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের সামনে পৌছলে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা শর্টগান, পিস্তলসহ আগ্নেয়াস্ত্র এবং চাপাতি, রাম দা, হাত কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। তাদের বর্ষন করা গুলি লাল মিয়ার বা পায়ের হাটুর নিচে বিদ্ধ হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

এম.কন্ঠ/ ০২  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে জেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৭:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলি বর্ষনের অভিযোগে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত মো. লাল মিয়া (৩০) নামক এক যুবক বাদি হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রোববার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদি লাল মিয়া কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে।

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান খান ওররেফ ফারুককে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর ২২৯ আসামীর মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী ও কুদরত এলাহী খান, যুগ্মসাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দেন, পৌর কাউন্সিলর হাফিজুর রহমান ওরফে স্বপন, সাবেক কাউন্সিলর সাজ্জাদ আহমেদ সবুজ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করা হয়েছে।

মামলায় বাদি লাল মিয়া উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট সকাল ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জেলা সদর সড়কের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের সামনে পৌছলে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা শর্টগান, পিস্তলসহ আগ্নেয়াস্ত্র এবং চাপাতি, রাম দা, হাত কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। তাদের বর্ষন করা গুলি লাল মিয়ার বা পায়ের হাটুর নিচে বিদ্ধ হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

এম.কন্ঠ/ ০২  সেপ্টেম্বর /এম.টি