ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে কওমী ওলামা পরিষদের বিক্ষোভ
বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত, উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কওমী ওলামা পরিষদ।মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী শামছুল হক কাশেমী, সহ-সভাপতি শামসুজ্জামান, মুফতি আশরাফুজ্জামান কাশেমী, মাওলানা আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ ও হাফেজ মাওলানা জাকির আহমদ, সমাজ কল্যাণ সেবা ও দূযোর্গব্যবস্থাপনা সম্পাদক মাওলানা শামসুদ্দিন শাহনুর, সহ-সম্পাদক হাফেজ আলমগীর খান, জেলা যুব দলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নবাব আলী এবং ইমরান কবির প্রমুখ।
বক্তারা বলেন, ভারত কখনও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, বিগত সরকারকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের ইচ্ছেমত বাঁধ খুলে দিয়ে বন্যার সৃষ্টি করেছে।
পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। এসময় জেলা কওমী ওলামা পরিষদের অন্যান্য উপজেলা থেকে আগত এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৭ অগাস্ট /এম.টি