এমএম আলী কলেজে বৃক্ষরোপন করলেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী
“গাছ লাগান পরিবেশ বাঁচান” শ্লোগানকে ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাওলানা মোহাম্মদ আলী কলেজ,কাগমারী শাখার উদ্যোগে রোববার সকালে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
৬০টি নিম গাছ, ১০টি আম, ৬৫টি কাঁঠাল ও ২৫টি লেবু গাছ রোপণ করার সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমএম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুজ্জামান মিয়া, উপাধ্যক্ষ প্রফেসর আরিফ মাহমুদ এবং সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার অন্যতম সমন্বয়ক মো. নবাব আলী, আহমেদ শেরশাহ, মো. সজিব হোসেন, আকরাম হোসেন, মাহদির খান ভাসানী, অনন্য বানার্জি, আল আমিন হোসেন, সাইদুল ইসলাম,মেহেদী হাসান রিফাত, আসাদুজ্জামান সাগর, সবুজ আল ফারাবী, মাহতাব আহমেদ মাহী, রুবেল ইসলাম খান ও নাহিদ ইসলাম।
আরো উপস্থিত ছিলেন এমএম আলী কলেজের বিএনসিসি প্লাটুন ক্যাডেট সার্জেন্ট মো. মাহফুজুর হাসান, ক্যাডেট রিমন মিয়া, ক্যাডেট সালমান খান, ক্যাডেট আবুল হাসনাত সরকার ও ক্যাডেট সিয়াম হোসেন। বৃক্ষরোপণের চারাগুলো দিয়েছিলেন প্রথম আলো বন্ধু সভা টাঙ্গাইল।
এম.কন্ঠ/ ২৬ অগাস্ট /এম.টি