দেশকে গণতান্ত্রিকভাবে সাজাতে একযোগে কাজ আহ্বান গণঅধিকার পরিষদের
দেশকে গণতান্ত্রিকভাবে সাজাতে একযোগে কাজ করার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য শাকিলউজ্জামান। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শাকিলউজ্জামান বলেন, আমরা গণতান্ত্রিক দেশ গঠনের সবসময় অগ্রনী ভূমিকা পালন করার চেষ্টা করবো। সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার বিষয়ে ১৬ বছরে আওয়ামী লীগের প্রশাসনে জনবল রয়েছে। সেগুলো পরিবর্তন করতে সময় লাগবে। পরিবর্তন হলেই অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব।
তিনি আরও বলেন, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে গণঅধিকার পরিষদ তাদের পাশে থাকবে। এছাড়াও সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূরার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সাবেক যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান ভূঁইয়া, এনামুল হক, ওমর ফারুক, জাহিদুল ইসলাম ও টাঙ্গাইল জর্জ কোর্টের আইনজীবি সুজন আহমেদ।
এম.কন্ঠ/ ২১ অগাস্ট /এম.টি