দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইলে বিএনপি’র অবস্থান কর্মসূচি
আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকে শহরের পৌর উদ্যানে জেলা বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন ও আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড়, সদস্য সচিব এমএ বাতেন, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।
বক্তরা বলেন, আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার দেশের মেধাবী শিক্ষার্থীসহ দেশের সাধারণ জনতাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। এই সোনার বাংলায় হত্যাকারীদের কোন ঠাই হবে নাই। হত্যাকারীরা দেশে আসতে চাইলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবো। এ সময় জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৫ অগাস্ট /এম.টি