সর্বশেষ
টাঙ্গাইলে বিবেকানন্দ স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে এ উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। দুস্থ কল্যাণ ফাউন্ডেশন টাঙ্গাইলের সভাপতি প্রদীপ কুমার গুন ঝন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনন্দ মোহন দে, দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিমল কুমার চন্দ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অমরেশ চন্দ্র পাল, অধ্যাপক অখিল চন্দ্র সরকার, উদয় লাল গৌড়, বাপ্পি রায় প্রমুখ।
এ সময় ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ১৫ জুলাই /এম.টি