টাঙ্গাইলে যমুনা গ্রুমের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে বক্তারা
দেশ স্বাধীনের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখেছেন নুরুল ইসলাম বাবুল
যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। দেশ স্বাধীন করে বেকার সমস্যাদূরীকরণসহ রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখেছেন তিন। দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি নুরুল ইসলাম আকুল হয়েই চাইতেন, সত্যের সঙ্গে থাকার, জনগণ ও দেশের পাশে থাকার। যমুনা গ্রুপের যুগান্তর ও যমুনা টিভি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলে। নুরুল ইসলাম বাবুল ছিলেন অনেক দূরদর্শী, কর্মবীর মানুষ।
এছাড়াও রাজনীতি ও অর্থনীতি সচেতন ছিলেন তিনি। নুরুল ইসলাম তার সৃষ্টি ও কর্মের কারনে এখন মানুষের মাঝে বেঁচে আছেন।
শনিবার সকালে টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।
নুরুল ইসলাম বাবুলের বিভিন্ন গুণ তুলে ধরে তার আত্মার মাগফেরাত কামনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি জাকেরুল মওলা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা প্রমুখ।
শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুুম ফেরদৌস।
এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৩ জুলাই /এম.টি