নতুন শিক্ষাক্রম বিস্তরণ ও শিক্ষার মানোন্নয়নে
পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
নতুন শিক্ষাক্রম বিস্তরণ ও শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১০টার সময় বিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । আলোচনায় ষষ্ঠ শ্রেণির অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) আবদুল্আহ্-আল্-মামুন।
আলোচকরা শিক্ষার নতুন কারিকুলাম সম্পর্কে আলোচনা করেন। বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা খুঁজে বের করতে অভিভাবকদের মতামত দেয়ার সুযোগ দেন। অভিভাবকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে প্রধান শিক্ষক তার বক্তব্যে ব্যাখা দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) আবদুল্আহ্-আল্-মামুন তার বক্তব্যে অভিভাবকদের মতামত আমলে নিয়ে তার সমাধানের নিশ্চয়তা দেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অভিভাবকদের সামনে তুলে ধরেন। এসময় সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ডিজিটালাইজড পদ্ধতি সম্পর্কে অভিভাবকদের ধারণা দেন কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ওয়েব সাইট ও ওয়েব সাইটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। চলতি মাস থেকে শিক্ষার্থীদের মাসিক ফিঃ অনলাইনে দেয়ার ঘোষণা দেন। এছাড়া শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি ও মূল্যায়নের ফলাফল সাইটে কিভাবে পাওয়া যাবে সে বিষয়েও আলোচনা করা হয়।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী শিক্ষক তামিম অভিভাবকদের সুবিধার্থে প্রজেক্টরের দিয়ে ওয়েব সাইট ও বিভিন্ন অ্যাপের মাধমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেনদেনের বিষয়টি দেখিয়ে দেন।
প্রতিষ্ঠানের এমন আয়োজনে অভিভাবকরা সন্তুষ্ট হন। এসময় শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালরেয়র সামনের সড়কের পাশের ড্রেনের ওপর ম্যানহোলের ঢাকনাগুলো লাগিয়ে দেয়ার অনুরোধ করেন।
এম.কন্ঠ/ ০৯ জুন /এম.টি