কালিহাতীতে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক ও হেলপার নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ডিম বোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কায় পিকআপভ্যানের চালক শিপন আলী (৪০) ও হেলপার মুহাম্মদ আসলাম (৫৫) নিহত হয়েছেন।
নিহতরা পিকআপভ্যানের দুইজন তারা হলেন, চালক শিপন আলী কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও হেলপার শেখ মুহাম্মদ আসলাম বাগেরহাট জেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে।
বুধবার রাত দেড়টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পিকআপভ্যানটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থানার ওসি আলমগীর আশরাফ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ট্রাক ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
এম.কন্ঠ/ ০৬ জুন /এম.টি