কালিহাতী শাজাহান সিরাজ কলেজে নবীন বরণ
কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদেরকে। সোমবার সকাল ১০টায় এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ- আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
শাজাহান সিরাজ কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে শাজাহান সিরাজ কলেজ অধ্যক্ষ মজিবর রহমান সভাপতিত্ব প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শাজাহান সিরাজ কলেজের সভাপতি ব্যারিস্টার সারাওয়াত সিরাজ শুক্লা। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মাইন উদ্দিন মিয়া, প্রাক্তন অধ্যাপক লাল মিয়া, শিক্ষক নাছির উদ্দিন, রশিদুল ইসলাম রতন, তারিকুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া ইসলাম রুমি প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাজাহান সিরাজ কলেজ সভাপতি সাখাওয়াত সিরাজ শুক্লা বলেন, স্বাধীনতা ইস্তেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ প্রতিষ্ঠাতা কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এম.কন্ঠ/ ০৩ জুন /এম.টি