ভাসানী বিশ্ববিদ্যালয়ের নাম সর্বজনীন পেনশন থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরন এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর ড.মাসুদার রহমান, কার্যকারী সদস্য প্রফেসর ড.লুৎফুন্নেসা বারি, প্রফেসর ড. ওমর ফারুক, প্রফেসর ড.ফজলুল করিম প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিমের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেক্কারজনক জায়গায় পৌঁছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই কুচক্রী মহলের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। সার্বজনীন পেনশন স্কিম সকলের জন্য হওয়া উচিত, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কতিপয় কর্মকর্তা-কর্মচারীর জন্য নয়। এই বাইরেও স্বতন্ত্র পে স্কেলের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এম.কন্ঠ/ ২৬ মে /এম.টি