সর্বশেষ
টাঙ্গাইলে মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা
টাঙ্গাইলে মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা মাটির মা ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক আলী রেজা। আলোচক ও বিচারকের দায়িত্ব পালন করেন কবি ও সাংস্কৃতিক কর্মী রোকেয়া মুন্নি ও কবি সুশান্ত সরকার।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আবৃত্তি ও সংগীত শিল্পী আরিফ আহমেদ, মাটির মা ফাউন্ডেশনের সমন্বয়ক মতিয়ারা মুক্তা। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৫ মে /এম.টি