ঘাটাইলে কৃষি প্রণোদনা উদ্বোধন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ, আউশধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৫০% ভর্তকিতে হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাস্তবায়িত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হেদায়েত উল্লাহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন বাবু, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন হেপলু,দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম (মটু), উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।
এম.কন্ঠ/ ১৫ মে /এম.টি