সর্বশেষ
কালিহাতীতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হিটস্ট্রোকে মনছের আলী সরকার (৯৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন, মনছের আলী আমার পাশের এলাকার মানুষ। তিনি মঙ্গলবার সিংগুরিয়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে আসেন। দুপুরে দিকে প্রচন্ড গরমে অসুস্থতা বোধ করেন। হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়। মনছের আলী স্থানীয় আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী এবং সামাজিক মানুষ ছিলেন।
এম.কন্ঠ/ ৩০ এপ্রিল/এম.টি