বাসাইলে বৃষ্টি কামনায় মুসল্লিদের বিশেষ নামাজ
তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বাসাইল পৌর এলাকায় মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ নামাজের আয়োজন করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ নামাজে ইমামতি করেন কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ হানিফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান, মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আশরাফ আলী, জামায়াতে ইসলামি উপজেলা শাখার আমীর মো. আফজাল হোসেন, সেক্রেটারী আমিনুল ইসলাম, মাওলানা শহীদুর রহমান সিদ্দিকী, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার মুসল্লিরা এ বিশেষ নামাজে অংশ নেন।
এম.কন্ঠ/ ২৫ এপ্রিল/এম.টি