মির্জা মুকুলের মৃত্যুবাষির্কীতে ইফতার ও দোয়া মাহফিল
ভাষা সৈনিক, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, গণপরিষদ ও সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের ৮ম মৃত্যু বাষির্কী উপলক্ষে
রোববার দিঘুলীয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি একে এম শামিমুল আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রৌফ চাঁন মিয়া, মরহুম মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মোশারফ হোসেনসহ জন প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
মরহুম মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের মেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের সহধর্মিনী ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা, মরহুমের পুত্র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু উপস্থিত সকলের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এম.কন্ঠ/০৮ এপ্রিল/এম.টি