ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। শনিবার সকাল থেকে স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের ঘর মুখো মানুষ।
সরেজমিন মহাসড়কের রাবনা, রসুলপুর, এলেঙ্গা, ভাবলাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মহাসড়কে গণপরিবহনের চেয়ে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। অনেকেই জীবনের ঝুঁকি খোলা ট্রাকে করে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। ঢাকা থেকে আসা মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে এলেঙ্গা আসতে প্রায় দেড় ঘন্টা সময় লাগলো। বাইপাইল মোড় ও চন্দ্রা এলাকায় হালকা যানজট ছিলো। আশা করছি বগুড়া যাওয়া পথে আর কোথাও যানজটে পড়তে হবে না।
মাইক্রোবাস চালক হান্নান শেখ বলেন, ঢাকার কয়েকটি পয়েন্টে গাড়ির জট থাকলেও টাঙ্গাইলের অংশে কোন জট নেই। স্বস্তিতে রাজশাহী যেতে পারছি।
জেলা পুলিশ জানায়, মহাসড়কে স্বস্তির ঈদ যাত্রার লক্ষে প্রায় সাত শতাধিক পুলিশ সদস্য পালাক্রমে কাজ করছে। এছাড়াও ঘরমুখো মানুষের সুবিধার জন্য এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ টি স্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, যানবাহনের চাপ বাড়লে আজ রাত ১১টা থেকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়ক আবার একমুখী করে দেওয়া হবে। শুধু উত্তরবঙ্গগামী যানবাহন ওই সড়কে চলাচল করবে।
বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৭১০ টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা টোল আদায় হয়েছে।
টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার বলেন, যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট দেখা দেয়নি। ঈদ সামনে রেখে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এম.কন্ঠ/০৭ এপ্রিল/এম.টি