জাতীয় ক্রিকেটে পাবনাকে ৫রানে পরাজিত করেছে টাঙ্গাইল জেলা
শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল জেলা ৫ রানে পাবনা জেলাকে হারিয়ে প্রথম জয়লাভ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ক্রিকেটে টায়াল ওয়ানের টাঙ্গাইল জেলা বনাম পাবনা জেলা মুখোমুখি হয়।
বুধবার (১৯ মার্চ) চট্রগাম জহুর আলী স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। দলের পক্ষে লোহিত ১২৮ বলে সর্বোচ্চ ৭৮ ও ফেরদৌস হাসান ৩৪ রান করে।
এছাড়া আসিফ ১৭, মেহেদী ৮ রান করে। বোলিংয়ে সামির আহমেদ ৯ ওভার বোলিং করে ২৬ রানে ৪টি উইকেট দখল করে।
জবাবে পাবনা জেলা ৩১.২ বলে ৮৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। পরবর্তীতে ৮ম জুটিতে ২৯ ও নবম জুটিতে ৩২ ও ১০ম জুটিতে ১৪ রান করলে ম্যাচটি শ্বাসরুদ্ধকর পর্যায়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রান করলে ৫ রানে টাঙ্গাইল জেলা জয়লাভ করে।
টাঙ্গাইল জেলা দলের ইমতিয়াজ ৯ ওভার বোলিং করে ২টি মেডেনসহ ২৬ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন মিলন ১০ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে ২টি এবং প্রীতম, ফেরদৌস হাসান ও সাকিব ১টি করে উইকেট দখল করে। পাবনা জেলার পক্ষে তাওহীদ ১৯০ বলে অপরাজিত ৮৪ রান করে।
২২ মার্চ টাঙ্গাইল জেলার সর্বশেষ ম্যাচের প্রতিপক্ষ হবিগঞ্জ জেলা ক্রিকেট দল। টাঙ্গাইল জেলা দলের পক্ষে অংশগ্রহন করছে যেসব খেলোয়াড়বৃন্দ তারা হলো- নাজমুল হোসেন মিলন (অধিনায়ক),মেহেদী মারুফ, লোহিত, রিমন, আবির, সজিব, তালহা, আদনান, লিমন, পাপ্পু, প্রীতম, ইমতিয়াজ আহমেদ, জহির ও অনিক। কোচ ঃ অরিন্দম পাল লিটন ও ম্যানেজার হলেন সাইফুল ইসলাম লিটন।
এম.কন্ঠ/ ২০ মার্চ /এম.টি