টাঙ্গাইলে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
টাঙ্গাইলে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী ঝুমা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এতে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীসহ অভিভাবকগণ।
এম.কন্ঠ/২৫ ফেব্রুয়ারী /এম.টি