টাঙ্গাইলে যুগান্তরের রজত জয়ন্তীতে বক্তারা
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় যুগান্তর
দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের স্বার্থে, মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। রাজনীতি, অর্থনীতি, অনিয়ম, দুর্নীতি, সম্ভাবনাসহ নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশের স্বার্থে ও জাতির উন্নয়নে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যুগান্তর জনপ্রিয়তা অর্জন করেছে।
মঙ্গলবার সকাল ১১ টায় টাঙ্গাইলে যুগান্তরের রজত জয়ন্তীতে বক্তারা এ সব কথা বলেন। টাঙ্গাইল প্রেসক্লাবের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সাহসীকতার পরিচয় দিয়েছে। স্বৈরাচারি সরকার পতনের পর জাতিকে সঠিক পথে চলতে যুগান্তর গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, সারাদেশেই সমাজের প্রকৃত রূপ তুলে ধরে যুগান্তর। তারাই ধারাবাহিকতায় টাঙ্গাইলেও যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় গ্রহণ যোগ্যতার শীর্ষে রয়েছে। যুগান্তরের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন। প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে যুগান্তরকে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
এর আগে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এম.কন্ঠ/১৮ ফেব্রুয়ারী /এম.টি