প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বালকে ভূঞাপুর ও বালিকায় গোপালপুর চ্যাম্পিয়ন
টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে ভূঞাপুর এবং বালিকা বিভাগে গোপালপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৩ দিনব্যাপী তৃনমূল পর্যায়ে কিশোর-কিশোরী প্রতিভা বাছাইয়ে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হল।
বিকেলে খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম ও এসএম মাহবুবুর রহমান।
খেলায় বালক বিভাগে ভূঞাপুর উপজেলার মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় চমৎকার পারফরমেন্স প্রদর্শন করে নাগরপুর উপজেলার ঘুনীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দলের পক্ষে নুরুল তালুকদার হ্যাটট্রিক সহ ৩টি এবং রবিউল ইসলাম ২টি গোল করে। চ্যাম্পিয়ন দলের নুরুল ইসলাম তালুকদার সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা(৬টি) নির্বাচিত হয়। বালিকা বিভাগে গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে সদরের হুগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়ন দলের হ্যাপি সেরা খেলোয়াড় এবং রানার্সআপ হুগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হামিদা সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়। জেলার ১২টি উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকারা নকআউট ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহন করে।
এম.কন্ঠ/ ২০ জানুয়ারী /এম.টি