নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ বেশ কয়েকজনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক কমিটি।
রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি আজাদ খান ভাসানী, কামরুজ্জামান শাওন, সাইফুল ইসলাম রাজন, ছাত্রপ্রতিনিধি আলিফ ইসলাম, মনছুর হেলাল, আবু আহমেদ শের শাহ প্রমুখ। সঞ্চালানায় ছিলেন মাসুদুর রহামান রাসেল।
এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি ও ছাত্রপ্রতিনিধির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাইসহ আমাদের সহযোদ্ধাদের ওপরে হামলা হয়েছে। এমন নৃশংস হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই এবং দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানাই।
এম.কন্ঠ/ ১৫ ডিসেম্বর /এম.টি