ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ডাটা সায়েন্স’ ‘ভবিষ্যতের পেশা ও সুযোগসমূহ’ শীর্ষক সেমিনার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এবং ডাটা সলিউশন-৩৬০ এর যৌথ উদ্যোগে ২৩ নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সেমিনার হলে শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন ডাটা সলিউশন-৩৬০ এর ফাউন্ডার জনাব নাজমুস সাকিব। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ। বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল হালিম ও আইসিটি বিভাগের মেহেদী হাসান।
সেমিনার সঞ্চালনা করেন মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি হ্যাপি আক্তার এবং এক্সিকিউটিভ অব পাবলিক রিলেশন রিফাত আহমেদ।
সেমিনারে বক্তাগন বলেন ‘একুশ শতকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তথ্য আর তথ্যের বিশ্লেষণ দক্ষতা আমাদের ক্যারিয়ার জীবনকে এগিয়ে রাখবে।’
সেমিনারের এক পর্যায়ে ক্যারিয়ার ক্লাব এবং ডাটা সলিউশন ৩৬০ এর মধ্যে একটি গঙট চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির মাধ্যমে পরস্পরের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করা হয়।
সেমিনারে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী এবং মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের এক্সিকিউটিভ সদস্যগণ অংশগ্রহণ করেন।
এম.কন্ঠ/ ২৪ নভেম্বর /এম.টি