টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দুরস্থ ও গরিব রোগীদের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
রোববার সকালে পৌর উদ্যানে জেলা যুবদলের আয়োজনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন প্রমুখ।
এসময় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান হোহেল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালে মোহাম্মদ সাফি ইথেন, জেলা যুবদলের সাবেক মাহমুদুল হাসান টিটন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফি সাহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা, যুগ্ম আহবায়ক সৈয়দ হাবিবুল আলম সাতিল, এ কে এম আব্দুল্লাহ, সদর উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, ভারপ্রাপ্ত সদস্য সচিব আসাদুজ্জামান আতিক, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ, সদস্য সচিব মীর মাজেদুর রহমান সচিবসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৭ অক্টোবর /এম.টি