সর্বশেষ
টাঙ্গাইলে আট দফা দাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনের বিক্ষোভ
টাঙ্গাইলে আট দফা দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর উদ্যানে গিয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সত্যঞ্জীত মুখার্জী, টাঙ্গাইল জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, থানাপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি হরিমোহন সরকার সাধারণ সম্পাদক কমল দত্ত প্রমুখ।
এসময় টাঙ্গাইল জেলার সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ এবং জেলার সকল সংখ্যালঘু সম্প্রদায়বৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর /এম.টি