সর্বশেষ
টাঙ্গাইলে মার্সেল ফুটবল টুর্নামেন্ট
টাঙ্গাইলের কালিহাতীতে মার্সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠে হামিদপুর আর জে ইলেকট্রনিকসের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মার্সেলের ব্রান্ড অ্যাম্বাসেডর আমিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন মার্সেলের মতিউর রহমান, কালিহাতী থানার ওসি আবুল কালাম, আরিফ সিদ্দিকী প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম।
খেলায় মুজাহাটি গ্রাম ২-০ গোলে কালিয়া গ্রামকে পরাজিত করে। শেষে বিজয়ী ও আনার আপ দলের খেলোয়াড়দের মাঝে মার্সেলের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এম.কন্ঠ/ ১৭ সেপ্টেম্বর /এম.টি