শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ঢাকায় আনসারদের আন্দোলনের কর্মসুচিতে সচিবালয় ঘেরাও ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। রবিবার আনসার কর্তৃক ঢাকায় সচিবালয় ও ছাত্রদের উপর হামলার ঘটনার সাথে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে আনসার ক্যাম্পের সামনে যায়। পরে সেখান থেকে মিছিলটি লৌহজং নদী দখল পরিদর্শন করে। এতে মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।
এম.কন্ঠ/ ২৬ অগাস্ট /এম.টি