টাঙ্গাইলে নাইট কেয়ার সেন্টার পরিদর্শন ও ষান্মাসিক সমন্বয় সভা
টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির (সেতু) উদ্যোগে নাইট কেয়ার সেন্টার পরিদর্শন ও ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের সেতুর প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির কার্যকরি পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।
এতে স্বাগত বক্তব্য রাখেন সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন ও নাইট কেয়ার প্রকল্প পরিচালক বিকাশ কুমার মিত্র। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম.টি