সর্বশেষ
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আহত মানিক মিয়া (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
নিহত মানিক ঘাটাইল উপজেলার চান্দশী দক্ষিণ এলাকার মোঃ আব্দুস ছামাদ এর ছেলে এবং ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১,জুন) সকাল ১১ টায় স্কুল থেকে ফেরার পথে উপজেলার বানিয়াপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন । স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।