মাভাবিপ্রবিতে তথ্য অধিকার আইন বিষয়ে আলোচনা সভা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ে “সঠিক তথ্য প্রবাহে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তথ্য অধিকার বিষয়ে প্রচার ” শীর্ষক আলোচনা সভা ১০ জুন ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মো. আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ কমিটির আহবায়ক ড. মোহা. তৌহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও তথ্য অধিকার আইন ও সেবা কমিটি এপিএ এর আহবায়ক ড. এ কে ওবায়দুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক ও তথ্য অধিকার আইন ও তথ্য সেবা কমিটি এপিএ কমিটির সদস্য-সচিব মো. সামছুল আলম।
প্রধান অতিথি ও আলোচকবৃন্দ বলেন, তথ্য জানা আমাদের অধিকার। এই অধিকার সংশ্লিষ্ট আইন রয়েছে, যা ২০০৯ সালে জাতীয় সংসদে পাস হয় । সেই আইনেই বলা হয়েছে কিভাবে কোন তথ্য চাইতে হবে এবং কি কি তথ্য দেয়া যাবে আর কি কি তথ্য দেয়া যাবে না।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ‘ বিভিন্ন অফিসের প্রধান ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১০ জুন /এম.টি