টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে প্রায় ৫ লাখ শিশু
টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে চার লাখ ৯৩ হাজার ৭০০ শিশু। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশু ৫৬ হাজার ১৪৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু চার লাখ ৩৭ হাজার ৫৫১ জন। জেলার তিন হাজার ১০ টি কেন্দ্রে সাত হাজার ২২৭ জন দায়িত্ব পালন করবেন।
সোমবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
সিভিল সার্জন অফিসের সম্মেল কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক, ডিস্ট্রিক মেডিকেল অফিসার অফ কো-অর্ডিনেটর ডা. আবু জাফর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল হামিদ মিয়া, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, আগামী আগামী ১ জুন সকাল ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এর উদ্বোধন করা হবে। ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৭ হাজার ২৩৭ জন স্বাস্থ্য সহকারী এবং কর্মী কাজ করবেন।
এম.কন্ঠ/ ২৮ মে /এম.টি