মাভাবিপ্রবিতে “টোটাল কোয়ালিটি মেনেজমেন্ট ইন টেক্সটাইলস” শীর্ষক সেমিনার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “টোটাল কোয়ালিটি মেনেজমেন্ট (টিকিউএম) ইন টেক্সটাইলস” শীর্ষক সেমিনার শনিবার বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ।
রিসোর্স পার্সন ছিলেন সিল্ক ফ্যাশন এন্ড ফেব্রিকস ও সিল্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ড. অরুণ কুমার মন্ডল। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক বিভাগের অধ্যাপক ড. জয় কৃষ্ণ সাহা।
সেমিনারে প্রধান অতিথি বলেন, বস্ত্রশিল্পের সার্বিক মানোন্নয়নের জন্য প্রথমে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল কাচা মালের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বস্ত্রশিল্পের সার্বিক মানোন্নয়ন ব্যবস্থাপনার কোন বিকল্প নেই।
তিনি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিভাগ থেকে পাস করে সবাই চাকরির পেছনে না ঘুরে নিজরাই উদ্যোগক্তা হয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষিত বেকার জনশক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সেমিনারে অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এম.কন্ঠ/ ২৬ মে /এম.টি