সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব মা দিবস পালিত
মায়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় টাঙ্গাইলে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাসিত প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১২ মে /এম.টি