বাসাইলে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা আলোচনা সভা
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাসাইল ইউনিয়ন পরিষদে স্বরনীর উদ্যোগে এই আলোচনা সভা হয়।
এসময় স্বরনীর জেলা শাখার সভাপতি মন্জু রাণী প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুনজুমারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আবু জুবায়ের উজ্জল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটাবের প্রোগ্রাম অফিস মো.শাহিনুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, মজনু, ফিরোজ ভুইয়া, ফিরোজ আল মামুন ও পারভীন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সহ স্থানীয়রা।
এসময় বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তামাকের কারনে যুব সমাজ যেভাবে ধ্বংস হচ্ছে এটাকে উত্তরনের জন্য আজ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জনসচেতনমুলক কাজ করে যাবো