সর্বশেষ
নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টায় উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে । নিহত জাহিদ খান ঝলক (২৬) ওই গ্রামের শামিনুর খানের ছেলে৷
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে তিনি তারাবি নামাজ অর্ধেক পড়ে বাড়ি ফিরছেলেন।
এসময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে । জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে৷
এম.কন্ঠ/১৯ মার্চ/এম.টি