বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ (বিবিএফসি)’র মত বিনিময় সভা
বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ (বিবিএফসি) ২০২৪এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২০২৪ সালে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজনকে সুন্দর করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯১ (ঐকতান) ছাত্র এবং টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনিকে বিবিএফসি-২০২৪ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান নির্বাচন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০৮ সালের বিবিএফসি ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজক চেয়ারম্যান মফিজুল ইসলাম মজনু, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রউফ, ঐকতান ৯১ এবং সাংবাদিক মোজাম্মেল হক, এসএসসি ব্যাচ ৯৩ এর ওমর মাহমুদ উজ্জলসহ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন এসএসসি ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএসসি ২০১৫ ব্যাচের আয়োজক প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল আলম নাঈম মত বিনিময় অনুষ্ঠানটি পরিচালনা করেন। নব নির্বাচিত বিবিএফসি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বড়মনি বলেন‘ ২০২৪ সালে বিবিএফসি ফুটবল চ্যাম্পিয়নশীপকে জামজমক ভাবে আয়োজন করতে চেষ্টার কমতি রাখবেন না। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।’
এম.কন্ঠ/০৯ মার্চ/এম.টি